স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ দীর্ঘ প্রতিক্ষার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে পলিটেকনিক স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা’র সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি আদাঐর ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, পৌর সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুছা মিয়া, সহকারি প্রকৌশলী সহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা বেনু রায়, কাউন্সিলর আবুল বাশার, মোঃ বাবুল হোসেন, অজিদ কুমার পাল, মোঃ দুলাল খাঁ, আব্দুল হাকিম, বিশ্বজিত দাস, ইশরাত জাহান ডলি, ঠিকাদার মোঃ ইমান আলী, সামজসেবক মাসুকুর রহমান, হাজী ফিরোজ মিয়া, হাজী আকবর আলী প্রমূখ। পরে জমির দাতাসহ নেতৃবৃন্দ ঠিকাদারী প্রতিষ্ঠানকে জমির সিমানা বুঝিয়ে দেয়া হয়। পলিটেকনিক স্কুল এন্ড কলেজের নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৯ লাখ টাকা।