মতিউ রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নবীগঞ্জে আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশ থেকে দেশে আসা ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়।  এর মধ্যে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩ জন সম্প্রতি আমেরিকা, ইতালি, সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গজনাইপুর ইউনিয়নে ১জন ইতালি থেকে দেশে ফিরেছেন। পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ১জন দুবাই থেকে দেশে ফিরেছেন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, আমরা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত জানতে পেরেছি ইতালি, আমেরিকা, সৌদি আরব, দুবাই থেকে ৫ জন দেশে ফিরেছেন। এসব ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়াও অনেকেই বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের নামের তালিকা করে তাদেরও হোম কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসবো।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, গত ১৫ দিনে যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন তাদের সবার নাম হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত ৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘুরাফেরা না করেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের নামের তালিকা হালনাগাদ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রবাসীদের সংখ্যা বাড়বে। গত ১৫ দিনে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদেরকে অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে নবীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।