স্টাফ রিপোর্টার ॥ বেদখল হয়ে যাচ্ছে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের দুই পাশের খাল। ১২ মাইল দীর্ঘ এ সড়কের দুই পাশের খাল দখলের প্রতিযোগিতা চলছে। বিশেষ করে কালারডোবা এলাকা থেকে শুটকি নদী পর্যন্ত সড়কের দুই পাশে খালের বড় অংশ পার্শ্ববর্তী জমির সাথে মিশিয়ে ফেলেছে অবৈধ দখলকারীরা। অভিযোগে প্রকাশ, ভূমিখেকো চক্র জাল কাগজপত্র তৈরি করে সড়কের পাশে আবহমানকাল যাবত জনস্বার্থে ব্যবহৃত খাস জমি ও খাল দখল করে নিজেদের মালিকানা কায়েম করেছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নৌ চলাচল ও সেচ কার্যে ব্যবহৃত খালের অস্থিত্ব বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে। ভাটিপাড়া গ্রামের নিকটে সড়কের পূর্ব পার্শ্বে খালে বাধ দিয়ে পুকুর তৈরি করেছে প্রভাবশালীরা। এছাড়া সুনারু গ্রাম থেকে রতœা বাজার পর্যন্ত সড়কের পাশে খালের উপর কয়েকটি স্থানে পুকুর তৈরি করা ছাড়াও খাল ভরাট করে কাঁটাতারের বেড়া দিয়ে পাকা স্থাপনা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বানিয়াচং গ্রামের অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ বলেন, প্রাকৃতিক সৌর্ন্দয্যে ভরপুর বানিয়াচং উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কের পাশের খাল অবৈধ দখলকারীদের নিকট থেকে আশু উদ্ধার করা প্রয়োজন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার জানান, সড়কের পাশের খাল দখলকারীদের বিরুদ্ধে আগামী কয়েক দিনের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।