চুনারুঘাট প্রতিনিধি ॥ করোনা ভাইরাস আতঙ্ক কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে দোকানিরা। এমন অভিযোগ পেয়ে বাজার মনিটরিংয়ে হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার মূল্যতালিকা গোপন রেখে দাম বেশি নেয়ায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ অভিযান পরিচালনা করেন। এ সময় চুনারুঘাট বাল্লা রোডের পাইকারি চাউল ব্যবসায়ী আব্দুল সালাম তালুকদারকে ১০ হাজার টাকা, মকসুদ আলীকে ১০ হাজার, আফজাল মিয়াকে ১০ হাজার ও মুদি ব্যবসায়ী দানিছ মিয়াকে ২০ হাজার টাকা, নিবারন পালকে ২০ হাজার, রাশেল মিয়াকে ২০ হাজার, মোশাহিদ মিয়াকে ২০ হাজার ও আমরোড বাজারের ছাবু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ৮ দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।