স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আলী, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন প্রমূখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বাজারের ব্যবসায়ী ইসলাম উদ্দিনের গোদাম ঘর, কামাল মিয়ার মাছের আড়ৎ ও মুদি দোকান, স্বপন শীল, জুটন শীল, অপু শীল, জীবন শীল, সনতু শীল, প্রাণকৃষ্ণ শীল ও বিপ্লব শীলের সেলুনের দোকান, হোসেন মিয়ার মোবাইল এন্ড কম্পিউটারের দোকান, উস্তার আলীর সার ও কীটনাশকের দোকান, শামসু ব্যাপারীর ধান চালের আড়ৎ, ইসলাম উদ্দিনের গোদাম ঘর, গোলাপ আলীর মোবাইলের দোকান, সোলেমান মিয়ার কাপড়ের দোকান, ইমাম হোসেন/সাদ্দাম মিয়ার মোবাইলের দোকান, রেজাউল মিয়া ও বারিক মিয়ার চায়ের দোকানসহ ২০টি দোকান ঘর পুড়ে যায়।