স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের মাহতাবপুর গ্রামের দুর্ধর্ষ ডাকাত কালা লিটন (৩০) নরসিংদী কারাগারে থাকায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। তার গ্রেফতারের খবর শুনে আজমিরীগঞ্জের মানুষজন মিষ্টি বিতরণ করেছেন। তাদের দাবি কালা লিটন যদি জেল থেকে ছাড়া পায় তাহলে আবারও আজমিরীগঞ্জসহ বিভিন্ন স্থানে ডাকাতি ছিনতাইসহ নানান অপকর্ম চালিয়ে যাবে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সে ওই গ্রামের নজরুল উল্লার পুত্র। সম্প্রতি এসব কারণে এলাকা থেকে বিতাড়িত হয়ে নরসিংদী জেলায় ডাকাতি শুরু করে। তার একটি সংঘবদ্ধ ডাকাত চক্র রয়েছে। গত ১৩ জানুয়ারি বেলাব থানায় একটি ডাকাতি মামলায় লিটনকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করে নরসিংদী কারাগারে পাঠানো হয়। এরপর ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে তার কাছ থেকে ডাকাতির অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তার সাথে কারা জড়িত তাদের নাম জানতে পেরেছে পুলিশ। পুলিশ এগুলো যাচাই বাছাই করে তার সাথে থাকা অন্যান্য ডাকাতদেরকে ধরবে বলে জানা গেছে। এছাড়াও সে ৬মাস পূর্বে মিঠামইন থানার কাটখাল গ্রামের লতিফ মেম্বারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে। পরে তার এক আত্মীয় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।