নবীগঞ্জ প্রতিনিধি ॥ পড়ন্ত বিকেলে নবীগঞ্জ পৌরসভার অমর একুশে বইমেলায়। আজ বৃহস্পতিবার সাঙ্গ হবে প্রাণের মেলার। তাই শেষ মুহূর্তে নিজেদের পছন্দের বই বেছে নিতে ব্যস্ত পাঠক। মঙ্গলবার বিকেলে হঠাৎ বৃষ্টিতে কিছুটা সমস্যা হলেও থেমে যাননি বইপ্রেমীরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে স্টল থেকে স্টলে ঘুরেছেন তারা। বৃষ্টি মাথায় নিয়েই স্টলগুলো পরিদর্শন করেছেন অতিথিরা। সকল বয়সের নারী পুরুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। মঙ্গলবার বিকেল থেকে বইমেলার প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই পছন্দের বই খুঁজেছেন তারা। অনেক স্টলে আবার পলিথিন দিয়ে বই ঢেকে রাখা হয়। মেলায় আগত দর্শনার্থীরা বলছেন, মেলা শেষ পর্যায়ে বেশ জমে উঠেছে। বৃষ্টি না হলে আরও বেশি বই বিক্রি হতো। তাছাড়া অন্যান্য বছরের তুলনায় এবারের বই বিক্রির পরিমাণ আশানুরুপ ছিল বলে জানান একজন বিক্রেতা। বুধবার মেলার ৩য় দিনে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকল বয়সের মানুষের উপস্থিতিতে বই মেলায় ছিল উৎসবের আমেজ। এ বছর নবীগঞ্জের স্থানীয় কবিদের লেখা প্রায় ১৫টি বই প্রকাশিত হয়েছে। স্থানীয় কবিরা তাদের বই দর্শকদের হাতে তোলে দেয়ার জন্য আগতদের উৎসাহিত করেছেন। তাদের দাবির প্রেক্ষিতে মেলা আরও একদিন বর্ধিত করেছে আয়োজক কমিটি।