মাধবপুরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন- মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। মাদক বিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত রাখতে হবে। তিনি রবিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে গোলাম করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী। এলাকার উন্নয়নের জন্য যদি কোদাল হাতে নিয়ে মাটি কাটতে হয়, তাহলে সবার আগে আমি কোদাল নিয়ে মাটি কাটা শুরু করব। যে কোন উন্নয়ন কাজে আমাকে আপনাদের পাশে পাবেন।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নাজিম উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী। এর আগে মন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।