বানিয়াচঙ্গে স্মরণ সভায় বক্তারা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বিশ্বনন্দিত শাইখুল হাদিস ওয়াত তাফসীর আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.) আমৃত্যু ইসলাম, দেশ-জাতির অতন্ত্র প্রহরী ছিলেন। তিনি হাদিসের মসনদে, রাজনীতির মাঠে, আধ্যাত্মিক জগতে, সমাজ সংস্করণে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন এবং দেশ-জাতির কল্যানে সর্বদা সজাগ ও সাহসী ভূমিকা রাখতেন। তিনি জীবনের প্রতিটি ধাপই ছিলো প্রশংসনীয়। বৃহস্পতিবার বিকেল ৩টায় বানিয়াচং উপজেলা জমিয়তের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ এসব কথা বলেন। শায়খ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মজিবুর রহমান যশকেশরী, মাওলানা শেখ বশীর আহমদ, মাওলানা ইমরান আহমদ উসমানী ও হাফেজ এনামুল হকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ইউকে জমিয়ত সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, উমেদনগর টাইটেল মাদরাসার প্রিন্সিপাল, আল্লামা হবিগঞ্জী (রহ.) এর বড় ছাহেবজাদা হাফেজ মাওলানা মাসরুরুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা কবি মুসা আল হাফিজ, বানিয়াচং উপজেলা চোয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক সাদি (মুসা), সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, প্রচার সম্পাদক ডা. এম এ করিম আযহার, শায়খুল হাদিস হাবিবুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী। বক্তব্য রাখেন মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল আলী, মাওলানা গোলাম কাদির, ডা. বশির আহমদ, মাওলানা মশিউর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুনতাছির আলম সোহান, মুফতী আমির আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি