নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ দারুল উলুম মাদ্রাসা মার্কেটে বুধবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মার্কেটের অন্যান্য দোকান রক্ষা পায়।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানা মার্কেটের পংকজ দাশের চা স্টল থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ¦লে উঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহাল শিখা পাশর্^বর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো রহমত আলীর রিক্সার গ্যারেজ, দিপু মিয়ার ফ্রিজের দোকান, শামীম আহমদের স্টিলের দোকান, মোঃ রিপন মিয়ার ওয়ার্কসপ, মোশাহিদ মিয়া ও সামছুজ্জামানের পার্টসের দোকান। অগ্নিকান্ডে ১টি মোটরসাইকেল, ৩টি ব্যাটারী চালিত অটোরিক্সাসহ মুল্যমান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, মাদ্রাসা কমিটির সভাপতি ডাঃ সফিকুর রহমান, নবীগঞ্জ থানা পুলিশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com