স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান কবি পার্থসারথি চৌধুরীর ৬৮তম ও শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডে খোয়াই থিয়েটার কার্যালয়ে থিয়েটারের উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামুল ওয়াদুদ। আলোচনায় অংশ নেন প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তানসেন আমীন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, সংস্কৃতিকর্মী বরুণ শিকদার, তমাল আহমেদ, পদাঙ্ক পাল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরী উভয়েই ছিলেন সমাজপ্রগতির অগ্রদূত। উভয়ে আপন কর্মকান্ডের মাধ্যমে বৃহত্তর সিলেট তথা দেশবাসীর হৃদয়ে ভাস্বর হয়ে আছেন। নতুন প্রজন্মের কাছে উভয়কে পরিচিত করানোর দায়িত্ব সাংস্কৃতিক সংগঠনগুলোকে পালন করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com