সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ মারুগাছ গ্রামের মৃত ভিংরাজ মিয়ার পুত্র জয়নাল আবেদিনকে (৫৩) ২২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গত শনিবার রাত ১০টা ৩০ মিনিটে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশনায় লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে একদল পুলিশ বামৈ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনকে ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব জানান, জয়নাল আবেদিনকে তার বসতবাড়ির সামনের কাঁচা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। আসামী জয়নাল আবেদিনের বিরুদ্ধে লাখাই থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
একটি সূত্র জানায়, জয়নাল আবেদীন এক সময় লাখাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com