স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানার্থে স্মার্ট কার্ড প্রদান করবে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিস। গতকাল জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নির্দেশনা মোতাবেক জেলা নির্বাচন অফিস হবিগঞ্জ ও আওতাধীন উপজেলা নির্বাচন অফিস সমূহের ১৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাগণকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা প্রাঙ্গণে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়াও সকাল ১১টায় বাহুবল অফিসার্স ক্লাব, দুপুর সাড়ে ১১টায় নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ১২টায় বানিয়াচং উপজেলা কমপ্লেক্স, ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষ, দুপুর সাড়ে ১২টায় লাখাই উপজেলা কমপ্লেক্স ও দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com