চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের বকুল মিয়ার স্ত্রী ছুগেরা খাতুনকে তার ভাসুর ফজলু মিয়া ও সবুজ মিয়া মামলার জের ধরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে।
রবিবার বেলা ২টার দিকে ঝুড়িয়া বড়বাড়ি গ্রামে ছুগেরা খাতুনের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত ছুগেরা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ছুগেরা খাতুন জানান, গত রমজান মাসে তার স্বামী বকুল মিয়াকে তার ভাই ফজলু মিয়া, সবুজ মিয়া গং পূর্ব বিরোধের জের ধরে সারা শরীরে কুপিয়ে রক্তাক্ত জখম করলে বকুল মিয়া গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে তার ভাই ফজলু মিয়া, সবুজ মিয়াসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলাটি বিচারাধীন আছে। উক্ত মামলার জের ধরে গৃহবধূর ভাসুর ফজলু মিয়া ও দেবর সবুজ মিয়া মামলা তুলে নেওয়ার জন্য বসতবাড়িতে ছুগেরা খাতুনকে একা পেয়ে তার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে তার ডান হাত, বাম হাত সহ সারা শরীরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com