বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে আইসক্রিম বোঝাই কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দারুল উলুম চলিতাতলা মাদ্রাসার সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজার থেকে যাত্রী নিয়ে বাহুবল যাচ্ছিলেন সিএনজি চালক আবু বক্কর। তিনি মহাসড়কের চলিতাতলা নামক স্থানে আসামাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা আইসক্রিম বোঝাই কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি চালক আবু বক্কর সহ ৪ জন আহত হন। পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত দু’টি গাড়ি তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় আবু বক্কর নামে সিএনজি চালক নিহত হয়েছেন এবং একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।

