স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ ফুড অফিসের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ¦ মোঃ আকবর হোসেন নানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৭ টায় শহরের রাজনগর কবরস্থান এলাকাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তানসহ ভাই-বোন ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে অংশ নেন ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ সামছুল হুদা, মুহিব উদ্দিন আহমেদ সোহেল, সাবেক কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, ছাত্রদল নেতা রুহুল আমিন জনি, অ্যাডভোকেট কতুব উদ্দিন শামীম, জয়নাল আবেদীন রনি প্রমূখ।