মাধবপুর প্রতিনিধি ॥ দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন ছাড়াও সীমান্ত এলাকার জনকল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সম্প্রতি তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। গত বুধবার (১২ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমানের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি হবিগঞ্জ ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ডা. অরুন্ধতী মোদকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম প্রায় ২০০ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্ত এলাকার জনগণের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব।