সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”। এ উপলক্ষে শুক্রবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ডাক্তার দেখানো হয়। ১ম পর্যায়ে সকাল সাড়ে ৭. টা হতে শহরের শায়েস্তানগর পয়েন্টে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশতাদিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে ডাক্তার দেখানো হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য আশরাফ আলী খান, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা: দেবাশীষ দেব, ক্যাশিয়ার শেখ আমিনুদ্দিন আমান, অফিস সহকারী মো: লাইজু মিয়া, ল্যাব সহকারী আবব্দুল্লাহ মিন্টু প্রমুখ। ২য় পর্যায়ে বানিয়াচং উপজেলার ২নং বানিয়াচং ইউনিয়ন অফিস নুতন বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও বিনামূল্যে ডাক্তার দেখানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সমীর কুমার দেবনাথ, সমিতির অফিস সহকারী মো: ফজলুল করিম, হাসপাতালের ল্যাব সহকারী আব্দুল মোতালিব টেনু, ল্যাব সহকারী পরিতোষ কুমার দাস প্রমূখ।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয়, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮ টা হতে বেলা ২ টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয়। কিডনী ডায়ালাইসিস, আল্ট্রা, এক্সরেসহ অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে ল্যাব এর সকল ধরনের পরীক্ষা করা এবং খুব শীঘ্রই গাইনী বিভাগ চালু করা হবে। বিজ্ঞপ্তি

