সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নের রাঢ়িশাল লম্বা হাঁটির শাহেদ সকলের সহযোগিতায় বাঁচতে চায়। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তি হতদরিদ্র শাহেদ কঠিন রোগে আ
ক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাঁর দুটি পায়ের মাঝে একটি পা ঝুঁকিপূর্ণ। অপারেশনের মাধ্যমে একটি পা হাঁটুর উপরে কেটে ফেলতে হবে। তার হাঁটুর মাঝে টিউমার সম্যাসা জনিত কারণে ঢাকা পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়। ডাক্তারগণ জানান, যত দিন যাবে সমস্যা তত উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে যা মানবদেহ পঁচে যাওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে তার হাঁটু পযন্ত কাটা ছাড়া বিকল্প কিছু নেই। পা কেটে ফেলতে ৩ লাখ টাকারও বেশি টাকা প্রয়োজন। ডাক্তার ডিসেম্বরের মাঝামাঝি অপারেশন এর তারিখ নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু তার পরিবারের পক্ষে এত পরিমাণ টাকা যোগাড় করা সম্ভব নয়। এমতাবস্থায় দেশ ও প্রবাসের সকলের সহযোগিতা কামনা করেছেন অসুস্থ শাহেদ এর পরিবার। যোগাযোগ ঃ আমিনুল ইসলাম জুয়েল, বিকাশ : ০১৫৩৩-৪১৩৬৮৫ (পার্সোনাল)।

