
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে বিকেল ৫ টায় শহরের নিমতলা মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শুরু করার আগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক এমপি শাম্মি আক্তার। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা: মো: আহমদুর রহমান আবদাল, মো: আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, সদর উপজেলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এনামুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনূর আলম, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কাদির, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মামুন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো: ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন চৌধুরী জাকি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমদাদ ঠাকুর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলমপনা চৌধুরী মাসুদ, হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: কামরুল ইসলাম, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক এমদাদুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ কোষাধ্যক্ষ জুম্মন মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব রানা, সাইদুর রহমান, রফিকুর রহমান, হবিগঞ্জ পৌর কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক লিটন, জেলা কৃষকদের যুগ্ম আহবায়ক নিয়ামুল মাক্সিম মাসুদ, আলী রাজা উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রিয়াদ তালুকদার, বানিয়াচং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল হাদি, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: শফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রব, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, বিএনপি নেতা আফজাল খান, অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল চৌধুরী, সাইমুন চৌধুরী, নুরুন্নেসা সেলিনা, রাফিয়া আক্তার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক দল নেতা সোহান চৌধুরী, নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ মোতাহের হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকমী র্যালীতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাবেক এমপি শাম্মি আক্তার বলেন- জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশী ভূখ-ের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।