এলাকায় নেই ॥ খাতাপত্রে হাজির বৈষম্যবিরোধী ও হত্যাসহ ১৭ মামলার আসামী
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামী। তাছাড়া আজমিরীগঞ্জের মদরিছ মিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত আসামী নলিউর রহমান তালুকদার। রোহিঙ্গা নাগরিক জাইনোক আক্তারের নাগরিকত্ব সনদ দেয়ার অভিযোগে (জন্ম সনদ নং ২০০০৩৬১০২৮১১১৬১০৬, তারিখ ২/৯/২০২৩) কক্সবাজারে নলিউর রহমানের বিরুদ্ধে মামলা হয়। নলিউর রহমানের নাগরিকত্ব সনদে জাইনোক আক্তার পাসপোর্ট করতে সক্ষম হয়। সেই পাসপোর্ট ব্যবহার করে ওই নারী সৌদী আরব যান। সৌদী আরবে পুলিশের হাতে আটকের পর বিষয়টি বাংলাদেশে তদন্ত হয়। তদন্তে বেরিয়ে আসে জাতীয় নাগরিকত্ব সনদ প্রদান করেছেন শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার। কক্সবাজারে এ ব্যাপারে মামলা দায়ের হলে সিআইডিকে মামলার তদন্তভার দেয়া হয়। ইউনিয়নের বর্তমান সদস্য মহিবুল হাসান দোলুর মাসিক ভাতা ও সুযোগ সুবিধা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে নলিউর রহমানের বিরুদ্ধে। একই সাথে আরও অন্তত ১৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। শিবপাশা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভাটি অঞ্চলে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। পালিয়ে পালিয়ে থাকলেও ইউনিয়নের কার্যক্রমের খাতাপত্রে তিনি স্বাক্ষর করছেন নিয়মিত। অভিযোগ রয়েছে তার সাগরেদরা তার পক্ষে স্বাক্ষর করছেন আবার কোনো সময় তার গোপন আস্তানায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ফাইল পত্র নিয়ে যাওয়া হলে সেখানে তিনি স্বাক্ষর করে থাকেন। এক্ষেত্রে ইউপি সচিব অজিত সরকারের বিরুদ্ধে জাল স্বাক্ষর করা, নলিউর রহমানের গোপন আস্তানায় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৪ সালে নলিউর রহমানকে বহিস্কার করে। পরে আইনী মারপ্যাচে বহিস্কারাদেশ প্রত্যাহার হয়। এতো অভিযোগ যার বিরুদ্ধে সেই নলিউর রহমান তালুকদারকে গ্রেফতার করছে না আইনশৃঙ্খলা বাহিনী। নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে- যাত্রাবাড়ি থানার মামলা নং- ৩৪/২৫, ধারা ৩০২/৩৪, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৪/২৪, ধারা ৩২৬/৩০৭, একই থানার মামলা নং- ৭/১৯, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৫/২০০৮, ধারা-নাশি ৭/৩০, একই থানার মামলা নং- ২/১১, ধারা ৩২৫/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৩/২৫, ধারা ৩০২/৩৪, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১৪/২৪, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১০/০৬, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৯/১৪, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৫/১৩, ধারা ৩২৪/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৫/১৩, ধারা ৩২৫/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১৭/১২, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১/১২, ধারা ৩২৪/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৩/১১, ধারা ৩২৪/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৬/০৯, ধারা ৩২৫/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ৯/১৭, ধারা ৩২৬/৩০৭, আজমিরীগঞ্জ থানার মামলা নং- ১০/০৯, ধারা ৩২৬/৩০৭। উপরোক্ত ১৭টি মামলার মধ্যে দুটি হত্যা মামলায় নলিউর রহমান এফআইআর ভূক্ত আসামী হিসেবে পলাতক। আরও একাধিক মামলায় তার বিরুদ্ধে কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। এতোসব মামলা থাকার পরও নলিউর রহমানকে গ্রেফতার না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউপি চেয়ারম্যান এলাকায় আছি আছি নাই নাই অবস্থায় থাকায় শিবপাশা ইউনিয়নের সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছেন। নলিউর রহমানের বিরুদ্ধে এলাকাবাসী হবিগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেছেন।