১ মাস ৮ দিনেও মিলেনি সন্ধান
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ পাকুড়িয়া গ্রামের বাকপ্রতিবন্ধী যুবক মো. আরিফ মিয়া (২০) নিখোঁজ হওয়ার ১ মাস ৮ দিন পার হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি।
আরিফের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট সন্ধ্যার পর থেকে আরিফ মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন তিনি চুনারুঘাট বাজার এলাকায় গেলে আর বাড়ি ফেরেননি। তিনি কথা বলতে পারেন না। তার পিতা আব্দুল হাসিম, মা নাছিমা বেগম। দক্ষিণ পাকুড়িয়ার আলীপ্রধান বাড়ি। ঘটনার পরদিনই আরিফের ভাই চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এতদিনেও নিখোঁজ যুবকের অবস্থান সম্পর্কে পুলিশ বা স্বজনরা কোনো তথ্য পাননি।
আরিফের বড় ভাই মিজানুর রহমান জানান, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। থানায় জিডিও করেছি। কিন্তু এখনও কোনো খোঁজ নেই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভাইয়ের সন্ধান পান, দয়া করে আমাদের জানানোর অনুরোধ করছি। যোগাযোগের নম্বর: চুনারুঘাট থানা: ০১৩২০-১১৮৮৩৬ আরিফের বাবা: ০১৭৬৩-৮৭৬৯৩০, ০১৭৭৭-১২৮৩৯১ আরিফের বড় ভাই: ০১৮২৭-৭৫৫৯৯০, ০১৭৫০-১৮৫৭৪৮ স্থানীয় জাহাঙ্গীর (ফলের দোকান): ০১৭৬৫-০৭৫৩৩২।
এ বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ বলেন, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি এবং আরিফকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি।