চুনারুঘাট প্রতিনিধি । হবিগঞ্জের চুনারুঘাটে সালিশ বৈঠকে ডাকাতের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার পৌর শহরের আমকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, আমকান্দি গ্রামে সালিশ বৈঠক চলাকালে চিহ্নিত ডাকাতরা সালিশে উপ¯ি’ত আমকান্দি গ্রামের মৃত জহুরুল হকের পুত্র মাসুক মিয়া (৫০) ও একই গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র বাবুল মিয়ার (৪৫) উপর হামলা চালায়। হামলায় মাসুক মিয়া ও বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে ¯’ানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর তাদের অব¯’ার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে মাসুক মিয়া ও বাবুল মিয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম জানান- চুনারুঘাট থানা পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যব¯’া গ্রহণ করা হবে।