স্টাফ রিপোর্টার ।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসানের ওপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ এবং জেলা শাখার কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা পরিপš’ী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে পূর্বে শোকজ নোটিশ জারি করে সংগঠনটি। তবে লিখিত জবাব ও পরবর্তী তদন্ত পর্যালোচনায় অভিযোগের কোনো সুনির্দিষ্ট ভিত্তি বা সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন এর ফেসবুক পেজে পোস্ট করা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ¯’গিতাদেশ বাতিল হওয়ায় আহ্বায়ক ও সদস্য সচিব যথারীতি দায়িত্ব পালন করবেন এবং হবিগঞ্জ জেলা শাখার সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।