বাইর থেকে বিষাক্রান্ত হয়ে ঘরে ঢুকেন জয়গুন
জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে বিষপানে মারা গেছেন জয়গুন বিবি (৫০) নামে পাঁচ সন্তানের জননী। তিনি উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কোনা বনগাঁও গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বাইরে থেকে বাসায় ফিরে হঠাৎ বমি শুরু করেন জয়গুন বিবি। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, জয়গুন বিবি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, কিডনীর জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া মানসিকভাবেও তিনি বিপর্যস্ত ছিলেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com