স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক রাতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। গত সোমবার (১২ মে) দিবাগত রাতের কোনো এক সময়ে এসব চুরি সংঘটিত হয়। খবর পেয়ে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব সামছুল হুদা সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, শহরের চৌধুরী বাজার নারকেল হাটার রামকৃষ্ণ খাদ্য ভান্ডার, তুলশি খাদ্য ভান্ডার, গৌরি খাদ্য ভান্ডার, নিউ অর্পিতা শিল্পালয় ও গিয়াস উদ্দিন এর বিসিআইসি ডিলারের দোকানে চুরি সংঘটিত হয়। চোরের ওইসব প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।
পুলিশ জানায়, সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং চোরদের সনাক্ত করা হবে।