বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মহাশয় বাজারে রাতের আঁধারে এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। তবে বাজার কমিটির সক্রিয় ভূমিকায় স্থানীয়দের সহযোগিতায় চোর সনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাজারে চুরির ঘটনা ঘটে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ। ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করেছিল। এর মধ্যে গত সোমবার (১২ মে) দিবাগত গভীর রাতে ওই বাজারের রুবেল স্টোরে টিন কেটে ভিতরে প্রবেশ করে মালামালসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। ঘটনার পর পরই বাজারে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাজার কমিটির সক্রিয় তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরদের সনাক্ত করা হয়। চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে বাজার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত চোরদের আজ বুধবার বাজার কমিটির কাছে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়। তাছাড়া বাজার কমিটির পক্ষ থেকে অভিযুক্ত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীগণ।