
স্টাফ রিপোর্টার ॥ লাখাই’র হাওর থেকে চুরি হওয়া গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বপন মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। আটক স্বপন স্বজন গ্রামের তাজুল ইসলামের পুত্র।
জানা যায়, স্বজন গ্রামের মনজুর আহমেদ, মানপুর গ্রামের সিরাজুল ইসলাম ও অপর এক ব্যক্তির ৫টি গরু হাওরে ঘাস খাচ্ছিলো। সোমবার (১২ মে) হাওর থেকে ওই গরুগুলো চুরি হয়ে যায়। গতকাল মঙ্গলবার লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত গরুগুলো লাখাই থানা হেফাজতে রয়েছে। তাছাড়া চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বপন মিয়া নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com