স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য টমটম পার্কিং ফি নাম্বার প্লেইট বিতরণ শুরু করেছে। রবিবার সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে নাম্বার প্লেইট বিতরণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ পৌরসভা এক বিজ্ঞপ্তিতে জানায়, পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নাম্বার প্লেইট বিতরণ করা হবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন ১০০ করে ১৩ তারিখ পর্যন্ত ১৩০০ নাম্বার প্লেইট দেয়া হবে। এই কর্মসূচির আওতায় রবিবার ১ হতে ১০০ পর্যন্ত নাম্বার প্লেইট বিতরণ করা হয়।