নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের বিভিন্ন ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে পাচার হচ্ছে। এভাবে বালু উত্তোলন করায় হুমকিতে পড়েছে পরিবেশ। দৈনিক কমপক্ষে ১৫ থেকে ২৫ ট্রাক্টর বালু পাচার হয়।
বাগানের ভুলকিছড়া, কাঁঠালবাড়ি, শাহজিবাজার টিলাসহ বিভিন্ন ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রির জন্য নির্ধারিত স্থানে নিয়ে আসা হয়। পরে এখান থেকে ট্রাক্টর যোগে বালুগুলো বিক্রি করা হয়ে থাকে।
অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় বাগানসহ তার আশপাশ এলাকার ব্রিজ ও রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছে। এদিকে কোনো প্রকারের নজর না দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। শুধু ব্রিজ ও রাস্তা নয়, হুমকিতে পড়ছে চা বাগানের টিলাগুলো। ছড়া থেকে বালু উত্তোলন হলে টিলাগুলো ধীরে ধীরে ধসে যাচ্ছে। টিলায় টিলায় রয়েছে চা গাছ। টিলা ধসে চা গাছ কমছে।
উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ব্রিজ ও রাস্তার ক্ষতি হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
চা বাগান ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন, বালু চুরি বন্ধে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। বাগানের চৌকিদারদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, চা বাগানের ভেতর থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com