নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কর্মকর্তাবৃন্দ। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডার সার্ভিস কর্মকর্তারা বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পৌরসভা পরিদর্শন করেন। এ সময় পৌরসভার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সফরকারী কর্মকর্তাবৃন্দ পৌরসভার জন্ম নিবন্ধন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য নাগরিক সেবা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন। পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান সভাপতির বক্তব্যে পৌরসভার চলামান কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম।