নিজস্ব প্রতিনিধি ॥ সিআর পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার দুঃশাসন গ্রামের মৃত শেখ মুতি মিয়ার ছেলে শেখ রুবেল মিয়া (২৪) ও অলিপুর স্কয়ার গেইট এলাকার মোঃ সমুজ আলীর ছেলে মোঃ ছায়ের আলী মুন্না (২৪)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এএসআই ইকবাল হোসেন ও এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।