স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামে মসজিদের জায়গায় ফলের গাছ লাগানোকে কেন্দ্র করে কমিটির দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) এশার আজানের পর থেকে রাত ১০টা পর্যন্ত উভয়পক্ষে সংঘর্ষ চলে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে সাধারণ মানুষ দিকবিদিক ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে সদর থানার ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত ইউনুস আলী (৫০), ফারুক মিয়া (২৫), বাবু মিয়া (২০), আফজল মিয়া (১৬), বিজয় মিয়া (১৮), সাগর মিয়া (২৪), কাজল মিয়া (৫০) ও ফারহান মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।