দুলন সভাপতি ফরিদ সাধারণ সম্পাদক
মোঃ মহিবুর রহমান দুলনকে সভাপতি ও মোঃ ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ পৌরসভা শাখা। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় ত্রি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়।
বিগত কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত।
সভায় প্রধান অতিথি প্রভাংশু সোম মহান বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। যারা অতীতে এই পৌরসভায় ভাল কাজ করেছেন তাদের কথা এখনো সবাই মনে রেখেছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণও নিজ নিজ দায়িত্ব পালনে তাদের ভাল কাজের স্বাক্ষর রাখবেন এবং নবগঠিত কমিটির সবাই যথাযতভাবে দায়িত্ব পালন করে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রভাংশু সোম মহান নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানান।
বিশেষ অতিথি পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলামও তাদের বক্তব্যে নতুন কমিটি পৌরসভার কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন ও দুলাল দেব, যুগ্ম সম্পাদক শাহীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তছলিমা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার সালমা, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম, সৈয়দ মুফাজ্জেল সাদাত, মোঃ রেজাউল করিম, তপন কুমার চন্দ, সাব্বির আহমেদ তালুকদার, অবনী কুমার দাস, সৈয়দ জালাল আহমেদ ও কিতাব আলী। কমিটির উপদেষ্টা মনোনীত করা হয় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলামকে। সভা শেষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাতে ফুলের তোড়া তুলে দেন প্রশাসক প্রভাংশু সোম মহান। বিজ্ঞপ্তি