চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মফিল মিয়া চৌধুরী হত্যাকান্ডের দুদিনের মধ্যেই এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলমের নির্দেশে এসআই ফয়সাল আমিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুছিকান্দি পূর্ব পাহাড়স্থ ছোটজাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মুছিকান্দি পূর্ব পাহাড় শুকইন্নাটিলা এলাকার মৃত সুন্দর আলীর ছেলে জহুর আলী (৫০) ও আমতলা গ্রামের মৃত রবিমিয়া ওরপে খলিফার ছেলে শাহিন মিয়া (৩২)। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয় যে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শুকইন্নাটিলায় খাস জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল আলী চৌধুরীর ছেলে মফিল মিয়াকে কুপিয়ে হত্যা করে একই এলাকার আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার মিয়াসহ কয়েকজন। এ ব্যাপারে রবিবার চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে নিহতের ছেলে। মামলা নং- ২৩/২৮৭, তারিখ-২৯/১২/২০২৪ইং।