নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ঘুরাবই গ্রামে পুরুষশূন্য বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৬ টা থেকে ৭ টার মধ্যে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন সৌদি ফেরত ছায়েদ মিয়া।
ছায়েদ মিয়া জানান, হামলাকারীরা ঘরের দরজা জানালা আসবাবপত্র ভাংচুর করে পাসপোর্ট, মোবাইল, স্বর্ণালঙ্কার, বিদেশি কম্বল, পানির পাম্প, ৫০ মণ ধান, দুইটি গরু, ছাগল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার আসামি হওয়ায় ছায়েদ মিয়া ও তার পরিবারের লোকজন অন্যত্র রাত্রী যাপন করেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
ছায়েদ মিয়ার ভাই তাউছ মিয়া জানান, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে ভাংচুর ও লুটপাটের বিষয়টি জানতে পারেন। সুষ্টু তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিচার দাবি করেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com