স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া বড় বাড়ি থেকে মুন্নি আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, সদর থানার ওসি আলমগীর কবির, ওসি (তদন্ত) সজল সরকারের নেতৃত্বে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মুন্নি উত্তর তেঘরিয়া বড় বাড়ির আওয়াল মিয়ার কন্যা।
মুন্নির পারিবারিক সূত্র জানায়, একই এলাকার সিদ্দিক সর্দার, জামাল মিয়া, দুলাল মিয়া ও নুর মিয়াগংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মামলা মোকদ্দমা চলছে। সম্প্রতি একটি মামলায় মুন্নির পিতা আওয়াল মিয়া ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। এর পর থেকে তারা পুলিশের গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল সকালেও তারা গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে হাওরে চলে যান। এক পর্যায়ে বাড়ি ফিরে দেখেন ঘরে মুন্নির লাশ ফ্যানের সাথে ঝুলছে। এসময় শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মরনাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।