মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা কমপ্লেক্সের ভিতরে মল্লিকা ভবনের দ্বিতীয় তলায় বিআরডিবির মাঠ সংগঠক কল্পনা রানী দেবের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাসার আলমিরার ড্রয়ার ভেঙ্গে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগর চার লাখ টাকা, একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ব্যাপারে কল্পনা রানী দেব থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারি কল্পনা রাণী দেব জানান- বেলা সোয়া ২টার দিকে তার মেয়ে বাসায় তালা দিয়ে তার কাছে আসে। কাজ শেষে তিনি মেয়েকে নিয়ে বাসায় গিয়ে তালা খুলে ভেতরে ডুকতে চাইলে দেখেন বাসার দরজা ভেতর থেকে লাগানো। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন বাসার ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে আলমারির ড্রয়ার থেকে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগর চার লাখ টাকা, একটি ল্যাপটপ নিয়ে যায়। তাছাড়া শনিবার ভোররাতে উপজেলার চৌমুহনী বাজারের মোশাররফের দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা ওই দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। গত ১ সপ্তাহে ওই বাজারে মিন্নত আলীর দোকান ও আসলাম মোল্লার মার্কেটে চুরি সংঘটিত হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com