হাত পায়ে গরম পানি ঢেলে নির্যাতন করা হলেও কোন চিকিৎসা দেয়া হয়নি
চুনারুঘাট প্রতিনিধি ॥ সৌদি আরবে নির্যাতনে শিকার চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামের রুজিনা আক্তার (২৭) দেশে ফেরার আকুতি জানিয়েছে। এক ভিডিও বার্তায় সে তার উপ বর্বরোচিত নির্যাতনের বর্ণনা দেয়। তার সমস্ত শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। হাত পায়ে গরম পানি ঢেলে দেয়া হয়েছে। তাকে কোন চিকিৎসা দেয়া হয়নি বলেও জানায় সে।
রুজিনার বাবা তার মেয়েকে সুস্থ শরীরে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং হবিগঞ্জ কোর্টে দালাল দুলাল মিয়াসহ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি বিপিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী উপজেলার দক্ষিণ উছমানপুর গ্রামের সুন্দর আলী জানান, তার মেয়েকে ২০২২ সালের ২১ ডিসেম্বর দালাল দুলাল মিয়া ঢাকার মডেল এভিয়েশন সার্ভিস এর মাধ্যমে সৌদি আরবের দাম্মাম শহরে পাঠায়। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠানো মেয়েটি একটি বাসায় কাজ করছিল। কিন্তু মেয়েটি সেখানে প্রতিনিয়ত বাসার মালিকের নির্মম নির্যাতনের শিকার হয়। তার চিকিৎসা সেবা না করায় দিনদিন শারীরিক ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছে সে। এ অবস্থায় দেশে ফেরার জন্য সে বারবার আকুতি জানাচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, রুজিনা আক্তার খুবই গরীব ঘরের মেয়ে। নিজের পরিবারের অস্বচ্ছলতা গুছাতে রুটি রুজির জন্য দালাল ধরে বিদেশ যায়। কিন্তু নির্যাতনের খবর শুনে ও ভিডিও দেখে তিনি খুবই দুঃখ পেয়েছেন। তিনি তাকে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র এসআই মোজাহিদ আহমেদ বলেন, মামলাটি তিনি তদন্ত করছেন এবং প্রাথমিক সত্যতা পেয়েছেন।