পৌর এলাকার ৩৫টি মন্ডপে ১৫ হাজার টাকা করে হবিগঞ্জ পৌরসভার অনুদান
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার আহবান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে হবিগঞ্জ পৌরসভায় মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদানের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরভবন সভাকক্ষে পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রভাংশু সোম মহান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। ধর্মীয় ব্যাপারে কেউ কোনও স্ট্যাটাস দিলে যাচাই বাছাই না করে লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে না। তিনি বলেন, প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবীগণ যেন সজাগ থাকেন। কোন সমস্যা হলে কেউ আইন হাতে তুলে নিবেন না। বরং আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিন। পূজায় ডিজে বাজানো বন্ধ রেখে সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে। সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা বিসর্জনের পর্বও পালন করতে হবে। সবার মধ্যেই ধর্মীয় অবেগ রয়েছে। কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদেরকে সচেতনতা অবলম্বলন করতে হবে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট জন্টু দেব প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। সভায় পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের প্রতিটিতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি