নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল আহমেদ এর পরিচালনায় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ মকছুদ আলী প্রমূখ।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এনটিবি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সমাবেশে শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন হালিমা খাতুন, আলী হায়দার সেলিম, মীর ইখলাছুর রহমান, মোহাম্মদ সোয়েব, আজিজুর রহমান লিটন, মোঃ জামাল মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com