স্টাফ রিপোর্টার ॥ বোন ক্যান্সারে আক্রান্ত মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর গ্রামের সাধন দাসের মেয়ে আশা রাণী দাস (১৮)। সে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা সাধন দাস পেশায় একজন কৃষক। কৃষি কাজের উপর পুরো পরিবার নির্ভরশীল। দীর্ঘদিন যাবত মেয়ের চিকিৎসা ব্যয় করতে গিয়ে সাধন দাস ভিটে মাটি বিক্রি করে এখন প্রায় নিঃস্ব। তারপরও হাল ছাড়েননি। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আশা। আশার বোন টিউমার অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ব্যথায় কাতর আশা রাণী দেশের সকল মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। আশা রাণীর পিতা সাধন দাস দু’হাত করজোড়ে অশ্রুশিক্ত নয়নে দেশের সকল বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি জানান, টাকার অভাবে ব্যয় বহুল অপারেশন করাতে না পারলে চিরতরে নিভে যাবে আশার আলোর প্রদীপ। আশাকে সাহায্য করতে চাইলে (বিকাশ/নগদ) ০১৭৩৪-৭০৭৮১৩ এ যোগাযোগ করতে পারেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com