![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/08/Shah-Fokrujjamman-mustaq-chowdury.jpg)
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও হবিগঞ্জ জীবন সংকেত নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি মোস্তাকুর রহমান চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। আজ রবিবার সকাল ৯টা হবিগঞ্জ শহরের চাঁন মিয়া টাউন মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের রাজনগর পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। এর আগে শনিবার বাদ এশা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে মোস্তাকুর রহমান চৌধুরীর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকার বাসিন্দা মোস্তাকুর রহমান চৌধুরীর গ্রামের বাড়ী বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে। ছাত্র জীবনে তিনি একজন ভাল অভিনেতা এবং নাঠ্য সংগঠক ছিলেন। জে কে এন্ড এইচ কে হাইস্কুলে তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে অগ্রণী ব্যাংকে যোগদান করার পর বিভিন্ন শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ৩ বছর আগে তার স্ত্রী ইন্তেকাল করেন। তিনি নিঃসন্তান ছিলেন।