আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মাধবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানকে শপথ বাক্য পাঠ করান। এর আগে গত ২৩ জুন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ এরশাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী শপথ গ্রহণ করলেও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় শপথ নিতে পারেননি। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে গতকাল সোমবার তিনি শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ মোঃ শাহজাহান প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং নিজের উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন- মাধবপুরের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে আমাকে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় মাধবপুর উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৫ জুন উপজেলা নির্বাচনে বিপুল ভোটে ৪র্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন সৈয়দ মোঃ শাহজাহান।