নিজস্ব প্রতিনিধি ॥ হজ্জযাত্রীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ পুরান থানা সংলগ্ন বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন খোয়াই এয়ার ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী আলহাজ¦ মুফতি মাওলানা আব্দুল হাসিম। এতে অন্যান্যের মধ্যে পবিত্র হজ্জ সম্পর্কে সম্যক ধারণা দেন ও বক্তৃতা করেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডাক্তার মোঃ আব্দুল ওয়াহাব, ডাক্তার মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, ডাক্তার মোঃ মোতালিব, মাওলানা আব্দুর শহীদ, অধ্যাপক ফিরুজুল আলম, মোয়াল্লেম. সালে আহমদ, মোহাম্মদ ইরফান আলী, আব্দুর রশিদ, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আব্দুর রহমান, খোয়াই এয়ার ট্রাভেলসের ম্যানেজার মোহাম্মদ ওয়ারিসুজ্জামান, হবিগঞ্জ শহরের লতিফ ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী মোহাম্মাদ জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন রুমি। প্রশিক্ষণে দেড় শতাধিক হজ্জযাত্রী অংশগ্রহণ করেন এবং সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। এবারের হজ্জে খোয়াই এয়ার ট্রাভেলসের হজ্জ কাফেলার সাথে থাকবেন আলহাজ¦ মুফতি মওলানা মোঃ আবুল হাসিম। প্রেস বিজ্ঞপ্তি