স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত, সর্বজনীন, স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহণমূলক একটি এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কবৃন্দের এক জরুরী পরামর্শ সভা গতকাল সন্ধ্যায় স্থানীয় বার লাইব্রেরীতে কমিটির আহ্বায়ক সজীব আলীর সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ মে রবিবার রাত ৮টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আহবায়ক কমিটির উদ্যোগে এক বর্ধিত সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় হবিগঞ্জ গভঃ হাই স্কুলের সকল পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক যথাক্রমে অ্যাডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ত্রিদেব কান্তি চৌধুরী বাচ্চু, মীর জিয়াউল হক জিয়া, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, গোলাম রহমান বজলু, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আতাউর রহমান রুমি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হাফিজুর রহমান, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, জিয়াউল হাসান তরফদার মাহীন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, সাবেক জিএস নজরুল আজিজ জুনেদ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর।