স্টাফ রিপোর্টার ॥ সামান্য বৃষ্টি হলেই হবিগঞ্জ শহরে টমটম ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে যাত্রীদের সাথে টমটম চালকদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। যদিও হবিগঞ্জ পৌরসভা শহরের চৌধুরী বাজার থেকে শায়েস্তানগর পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। গতকাল রবিবার বৃষ্টি শুরু হলে অনেক যাত্রী শহরের নানা স্থানে আটকা পড়েন। এ সুযোগে চালকরা তাদের কাছ থেকে ১০ টাকার স্থলে ২০ টাকা, কোথাও বা আবার এর চেয়েও বেশি ভাড়া আদায় করেন। কোন উপায় না পেয়ে যাত্রীরাও বেশি ভাড়া দিয়েই নির্দিষ্ট গন্তব্যে যেতে বাধ্য হন।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, বৃষ্টির অজুহাতে অনেক চালক যাত্রীদের বেকায়দায় ফেলে ২০-৩০ টাকা আদায় করেছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।