সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট ও ইউনিভার্সিটি অব সিউলের ২০২৪ সনের গ্লোবাল আরবান লিডার প্রোগ্রামে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে দক্ষিণ কোরিয়া গেছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ২০২৪ সালের উক্ত প্রোগ্রামের জন্য পৃথিবীর ২৭টি দেশের পাবলিক অফিসিয়াল তাদের আবেদন দাখিল করেন। দাখিলকৃত আবেদন, প্রি প্রজেক্ট কনসেপ্ট পেপার পর্যালোচনা, জুম এপস এর মাধ্যমে ইন্টারভিউ শেষে ১০ জন পাবলিক অফিসিয়ালকে উক্ত প্রোগ্রামের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়। পাঁচ মাসের এ গ্লোবাল প্রোগ্রামটিতে নির্বাচিত ১০ জন পাবলিক অফিসিয়ালকে সিউলের বেস্ট আরবান প্রাকটিসগুলো সম্পর্কে ধারণা দেয়া হবে। মূলত: এ প্রোগ্রামে তাত্বিক বিষয়গুলোর পাশাপাশি ব্যবহারিক ও ফিল্ড ভিজিটকে গুরুত্ব দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা যে প্রি-কনসেপ্ট পেপার দাখিল করেন তা হলো, বাংলাদেশের আরবান প্লাস্টিক বর্জ্য ব্যবস্থানা- এ কেস স্টাডি অব হবিগঞ্জ পৌরসভা। মূলত: তিনি উক্ত প্রোগ্রামে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার উপর জ্ঞানভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। তার কনসেপ্ট পেপার সফল হলে পর্যায়ক্রমে বাংলাদেশের সবগুলো পৌরসভায় তা বাস্তবায়ন করা যাবে মর্মে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি ২০০৯ সালে কোরিয়া বিশ^বিদ্যালয় হতে ‘মাস্টার্স অব পাবলিক এডমিনিস্ট্রেশন অন মিউনিসিপ্যাল এন্ড লোকাল এডমিনিস্ট্রেশন’ ডিগ্রী অর্জন করেন। তিনি মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিলেট অঞ্চলের পৌরসভাগুলোর দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ও সিটিওয়াইজ ইনক্লুসিভ স্যানিটেশন কার্যক্রমের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি