স্টাফ রিপোর্টার ॥ মাদকমুক্ত যুব সমাজ গঠন ও নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ ২য় বারের মতো নোয়াপাড়া আন্তঃওয়ার্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে। ফাইনাল খেলার মাধ্যমে গতকাল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ক্যাম্পেইনের অংশ হিসেবে ইউনিয়নের স্থানীয় তরুণ- যুবকদের অংশগ্রহণে ২টি ক্যাটাগরিতে ৩২টি টিম নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল। নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নূর মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা মোস্তারিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, ইটাখোলা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিমাংশু চন্দ্র দেব, আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, সমাজ সেবক লাকু চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল হোসেন পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নোয়াপাড়া ইউনিয়নের তরুণ প্রজন্মের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর প্রশংসা করেন এবং এ ধরণের প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
আবু সায়েদ মাস্টারের পরিচালনায় ‘এ’ ক্যাটাগরির খেলায় খলিল-লিমন জুটি ২-০ সেটে পায়েল-সানি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ‘বি’ ক্যাটাগরির খেলায় তানভীর-সাগর জুটি ২-০ সেটে শান্ত-তাসিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন বোরহান উদ্দিন মানিক, মোঃ নজরুল ইসলাম, পলাশ দেব, আব্দুল জলিল সুমন, সাহিদুল ইসলাম সাহিদ, তালুকদার, সুমন দেব, সাজ্জাদুল ইসলাম সাজু, রিয়াদ আহমেদ রোকন, মোঃ মাউজ মিয়া, হাবিবুর রহমান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com