নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ দুটি বাজার হচ্ছে দিগম্বর ও পুটিজুরী বাজার। বাজার দুটি সিলেট বিভাগের কৃষিপণ্য কেনা-বেচার স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অনন্য অবদান রাখা দিগম্বর বাজার ব্যবস্থাপনা টিকিয়ে রাখার স্বার্থে ঢাকা-সিলেট মহাসড়ক প্রসারণকালে উক্ত স্থানে ফ্লাইওভার নির্মাণ করা জরুরী বলে দাবি করছেন স্থানীয়রা। এতে জনসাধারণ যেমন উপকৃত হবে তেমনি বেগবান হবে এলাকার অর্থনীতি। এছাড়া পুটিজুরী বাজারে একটি অভারপাস নির্মাণ হলে সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে বলেও মনে করছেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে ঢাকা-সিলেট মহাসড়কের দিগম্বর বাজারে ফ্লাইওভার ও পুটিজুরী বাজারে অভারপাস নির্মাণে ডিও প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল সোমবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এর কাছে তিনি ডিও প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com